অনুব্রতর বাড়িতে CBI হানা হতেই বেডরেস্টের পরামর্শ চিকিৎসকের

একের পর এক তলবকে এড়িয়ে গেছেন তিনি৷ আবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআই-এর৷ বোলপুরের বাড়িতে নোটিস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷

বুধবার সকাল ১১টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এরই মধ্যে গতকাল মঙ্গলবার সকালে অনুব্রতর বাড়িতে পৌঁছল বোলপুর মহকুমা হাসপাতালের এক চিকিৎসক ও নার্স সহ চারজনের দল৷

বীরভূমে তৃণমূল জেলা সভাপতির ফিসচুলার সমস্যা রয়েছে৷ সেই রোগেরই চিকিৎসা করতে এসেছেন বলে জানান চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ একদিকে যখন নোটিস নিয়ে পৌঁছয় সিবিআই, অন্যদিকে পৌঁছয় চিকিৎসক-নার্সদের টিম৷

অনুব্রতকে দেখে বেরনোর পর চিকিৎসক জানান, অনুব্রতকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না থাকলেও তাঁর বিশ্রামের প্রয়োজন রয়েছে৷ ডা. চন্দ্রনাথ অধিকারী আরও জানান, অনুব্রতর ফিসচুলা সংক্রমিত হয়েছে৷

তাছাড়া তিনি দীর্ঘদিনের ডায়বেটিক রোগী৷ উচ্চ রক্তচাপও রয়েছে৷ রয়েছে শ্বাসকষ্ট৷ ফলে এই মুহূর্তে অপারেশন করা যাবে না৷ তাছাড়া অনুব্রত প্রবল ডিপ্রেশনের মধ্যে রয়েছেন বলেও জানান চিকিৎসক৷ আপাতত তাঁকে হাইডোজ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে৷ ডেকে পাঠানো হয়েছে ফিজিসিয়ানকেও৷

এদিকে, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে দিল্লি থেকে এসেছেন সিবিআই-এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর৷ এসপি পদমর্যাদার অফিসারদের সঙ্গে কথা বলছেন তিনি৷