আচমকাই হাসপাতালে ভর্তি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে শরীরের যত্ন নেওয়ার জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে। শোনা যাচ্ছে অভিষেকের পেটে একটি ছোটখাটো অস্ত্রোপচার হবে। মাইনর একটি অপারেশন হবে নেতার। অস্ত্রোপচার শেষে আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে সেই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলছেন না চিকিৎসকরা।

লোকসভা ভোটে নিজের কেন্দ্র থেকে বিরাট জয় পেয়েছেন অভিষেক। তবে এরই মাঝে গত বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে নেতা জানান, চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন তিনি।