বিগত কয়েক দিন বেশ খানিকটা স্বস্তি মিলেছিল করোনা সংক্রমণের সংখ্যায়। দীর্ঘ অনেক মাস পর স্বস্তি বহাল থাকছে দেশে। কোভিড আবহে সংক্রমণের পরিসংখ্যান দিন দিন বদলাচ্ছে। কিন্তু আজ কিছুটা কমেছ সংক্রমণ পারদ। কিন্তু আজ দেশের দৈনিক মৃত্যু আবার অনেকটা বেড়েছে যা চিন্তার বিষয়। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যাও নেমে গিয়েছে ৫০ হাজারের নীচে। সব মিলিয়ে আজকের তথ্য দেখে অনেকটাই চিন্তা মুক্ত হতে পেরেছে দেশবাসী।
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৪ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। বৃহস্পতিবার দেশে করোনার বলি হয়েছিলেন ১০৮ জন। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাকটিভ করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ২১৯ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.১০ শতাংশ। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৭১৪ জন। এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ২৬ হাজার ৩২৮ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬ হাজার ২০৮ জন। এখনও পর্যন্ত দেশের মোট ১৭৯ কোটি ৭২ লক্ষ ৫১৫ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৬ লক্ষ ৭৩ হাজার ৫১৫ ডোজ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ।
আগেই সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে যাতে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে এখন একাধিক রাজ্যই কোভিড বিধি শিথিল করেছে এবং পরিষেবা একদম আগের মতো চালু করা হয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও মনে করে যে, করোনা ভাইরাস পুরোপুরি চলে গিয়েছে তা ভাবার সময় এই মুহূর্ত পর্যন্তও আসেনি। তারা সকলকে তাই সতর্ক থাকতেই অনুরোধ করছে।