সাতসকালে ৪৫ বছরের এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের দিনহাটা থানার বোড়ডাঙ্গা গ্রামে। মৃতের নাম আব্দুল খালেক মিয়াঁ।শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।ওই ব্যক্তির দেহে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।ওই ব্যক্তি মাছ চাষ করে সংসার চালাতেন।পরিবার সূত্রে খবর, এদিন বাড়ির অদূরে জলাশয়ের ধারে একটি চালাঘরে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।বৃহস্পতিবার রাতে তিনি সেখানে মাছ পাহারা দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Related Posts
দীপাবলি উৎসব উপলক্ষে ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে মালদায় আতশবাজির মেলা
দীপাবলি উৎসব উপলক্ষে ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে মালদায় আতশবাজির মেলা। ইংরেজবাজার শহরের বিএলআরও অফিস সংলগ্ন ফার্মের মাঠে এবছর আতশবাজির মেলা বসতে চলেছে । দীপাবলীর উৎসব পেরিয়ে ছট পুজো পর্যন্ত এই আতশবাজির মেলার বেচাকেনা চলবে। জেলা পুলিশ ও প্রশাসনের…
আয়োজিত হলো ছবি অঙ্কন প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের, শিশু-কিশোর আকাদেমির আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর কোচবিহারের ব্যবস্থাপনায় মহারানী ইন্দিরা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো ছবি আঁকা প্রতিযোগিতা। দুই বিভাগ মিলিয়ে মোট ২৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়
পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগম, সেই সময় দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়।কোচবিহার হেরিটেজ সোসাইটি দিনহাটা শাখার তরফ থেকে দিনহাটা দিবস পালনের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে দাবিপত্র দেওয়া হয়। এই দাবিপত্র প্রদান করার সময়…