সাতসকালে ৪৫ বছরের এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের দিনহাটা থানার বোড়ডাঙ্গা গ্রামে। মৃতের নাম আব্দুল খালেক মিয়াঁ।শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।ওই ব্যক্তির দেহে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।ওই ব্যক্তি মাছ চাষ করে সংসার চালাতেন।পরিবার সূত্রে খবর, এদিন বাড়ির অদূরে জলাশয়ের ধারে একটি চালাঘরে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।বৃহস্পতিবার রাতে তিনি সেখানে মাছ পাহারা দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Related Posts
ছট পূজার ঘাটে সাঁকো নির্মাণের কাজের প্রস্তুতি শুরু করল কোচবিহার পৌরসভা
প্রত্যেক বছরের মত এই বছরও ছট পূজাকে কেন্দ্র করে তোর্সা নদীর উত্তর এবং দক্ষিণ পাড় সাঁকোর কাজ শুরু করলো কোচবিহার পৌরসভা।কোচবিহার শহরের কোন দিধিতে ছট পূজোর আয়োজন করা যাবেনা এমনটাই নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।ছট পূজায় ভক্তরা যেন নির্বিঘ্নে ভক্তরা…
টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ও কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা…
সিঙ্গীমারীতে রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক
অন্দরান সিঙ্গীমারীতে ৩.৫ কিমি রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক।সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্দরান সিঙ্গীমারীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য…