বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আগামী ৬ মে হাওড়া ফেরিঘাট থেকে নবান্ন পর্যন্ত ডিএ-র দাবিতে মিছিল করতে চেয়েছে সরকারি কর্মচারীরা। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের অনুমতি দেয়নি, আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে আদালত রাজ্যের কাছে একাধিক বিষয় জানতে চেয়েছে। বুধবার আবার মামলার শুনানি। বিচারপতি রাজ্য সরকারের উদ্দেশ্যে জানতে চান, সুপ্রিম কোর্ট কি তাদের আন্দোলন করতে বারণ করেছে? এই প্রেক্ষিতে তিনি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আদালতকে এ বিষয় ঢুকতে হবে কেন? আদালত কাউকে আন্দোলন করতে বাধা দেবে না। পুলিশ শর্ত দিয়ে তো মিছিলের অনুমতি দিতেই পারে। রাজ্য ঠিক করুক কী শর্তে অনুমতি দেবে ডিএ মিছিলের।
বিচারপতি এই প্রসঙ্গে আরও বলেন, অন্তত চারটে মামলা বলতে পারবেন যেখানে হলফনামা চাওয়া হয়েছে, সেখানে যারা আগে আবেদন করেছে, তাদের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অবস্থান ঠিক নয়। আবার পুলিশকে দিয়ে এমন কাজ করানো হয় সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাড়ে।