বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি নিয়ে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা।
হাইকোর্টে মামলাকারীদের জয় হলেও পরে সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন রাজ্যের ডিএ মামলা। তবে সুপ্রিম কোর্টেও কোনও সুরাহা হচ্ছে না। বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি।
প্রায় তিন মাস অপেক্ষার পর গত ৫ ফেব্রুয়ারী রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও তা আর হয়নি। তবে এরই মধ্যে জানা যাচ্ছে আগামী ১৮ মার্চ ফের সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা উঠতে পারে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। যদিও তা সম্ভাব্য তারিখ। একেবারে নির্দিষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি।