গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মাঝে পুজোর মরশুমে চিন্তা ছিলো বাড়তে পারে সংক্রমণের সংখ্যা। তবে একটু হলেও মুক্তি মিলেছে। দেশের কোভিড গ্রাফ মোটামুটি একই জায়গায় বিরাজ করছে। করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে।
কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫২৯ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮২ জন। এদিকে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৭৪৫ জন।
আপাতত দেশের সুস্থতার হার ৯৮ শতাংশের বেশিই। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ৪৬ লক্ষ ৪ হাজার ৪৬৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এদিকে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৪০ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ জন। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে প্রায় ২১৮ কোটি ৮৪ লক্ষের বেশি ডোজ।
এদিকে ডেঙ্গি নিয়েও দেশের ভয় বাড়ছে। অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও মশা বাহিত রোগের বাড়াবাড়ি দেখা গিয়েছে ইতিমধ্যেই। ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে মোট আক্রান্তের সংখ্যা। এরই মাঝে আবার নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জেলার বাইরে যাওয়া নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। অন্য একাধিক রাজ্যও মশার উপদ্রব থেকে বাদ যায়নি।