সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সুপ্রিম কোর্টে মামলার শুনানি। গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল।
এই আবহে সুপ্রিম শুনানিতে তিনটি বিষয় প্রাধান্য পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। তদন্ত কতখানি এগিয়েছে সেটা জানাবে কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে আবার সুপ্রিম শুনানির আগে জুনিয়র চিকিৎসকরা আইনজীবী বদল করেছেন।
গীতা লুথরার পরিবর্তে আগামীকাল জুনিয়র ডাক্তারদের হয়ে আদালতে সওয়াল করতে দেখা যাবে দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহকে। আদালতের নির্দেশ অনুসারে, অন্যান্য সুরক্ষা পরিকাঠামো সুনিশ্চিত করার সঙ্গেই নির্দিষ্ট চারটি বিষয় হয়েছে কিনা সেটা সেটা খতিয়ে দেখতে পারে শীর্ষ আদালত।