শেষ হয়নি গণনা তার মাঝেই হাই কোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

গতকাল সমাপ্ত হয়েছে পুরসভা ভোট৷ চার পুরনিগমের ভোটে সবুজ ঝড়৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই স্পষ্ট ট্রেন্ড৷ রাজ্যের চার পুরনিগম ভোটের ফলাফল ঘোষণার মধ্যেই কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হল রাজ্য বিজেপি। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আদালতে গিয়েছে তাঁরা৷ 

দ্বিতীয় দফার পুরো নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। আবেদনকারীর দাবি  দ্বিতীয় দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। নিরপেক্ষ অবজারভার দিয়ে ভোট করানো হোক। তাঁদেক দাবি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ভোটে যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্য নির্বাচন কমিশন সম্পূর্ণ ভাবে দায়ী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংসস চালু করা হোক।