চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া 50টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। বুধবার আনুষ্ঠানিক ভাবে সেই ফোনগুলি তুলে দিলেন পুলিশ সুপার। এছাড়াও এ দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি হেডকোয়ার্টার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন ফোন তুলে দেওয়ার পাশাপাশি মানুষকে আরও সচেতন হওয়ার কথাও বলেন পুলিশ সুপার। দিনে দিনে যেভাবে সাইবার ক্রাইম বেড়ে চলেছে মানুষ যদি সচেতন না হয় তাহলে এমন হতেই থাকবে বলে ও জানালেন পুলিশ সুপার।
Related Posts
কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা
১৩ দফা দাবির ভিত্তিতে কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা।কোচবিহার বিডিও অফিস চত্বরে বিক্ষোভ মিছিল করেন।পাটের পর্যাপ্ত দাম, কোচবিহার ২ নম্বর ব্লকে দমকল কেন্দ্র স্থাপন, প্রতিনিয়ত লোডশেডিং সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা।এদিনের এই…
ছট পূজার ঘাটে সাঁকো নির্মাণের কাজের প্রস্তুতি শুরু করল কোচবিহার পৌরসভা
প্রত্যেক বছরের মত এই বছরও ছট পূজাকে কেন্দ্র করে তোর্সা নদীর উত্তর এবং দক্ষিণ পাড় সাঁকোর কাজ শুরু করলো কোচবিহার পৌরসভা।কোচবিহার শহরের কোন দিধিতে ছট পূজোর আয়োজন করা যাবেনা এমনটাই নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।ছট পূজায় ভক্তরা যেন নির্বিঘ্নে ভক্তরা…
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়ক পুত্রের
জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারির পুত্র চিকিৎসক হীরকজ্যোতি অধিকারী হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করলেন। জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি নিজে বাড়িতে তার বাবার সাথে বসে ছিলেন। হঠাৎ করে হীরকজ্যোতি অধিকারী…