শীতের পিকনিক,স্কুলের অ্যানুয়াল স্পোর্টস,কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে দার্জিলিং চায়ের মতোই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা পেয়ে থাকে পাহাড়ের কমলালেবু৷ তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিং এর কমলা লেবু। সাতসকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল। চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি উপর থেকে নেমে আসা ব্যবসায়ীরা। তবে দামে বড়ো কিছু হেরফের নেই,মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলালেবুর দাম। তবে দেখার বিষয় পুরোনো স্বাদ রয়েছে কিনা এবারের নতুন কমলালেবুর মধ্যে।
Related Posts
বাড়ছে ডেঙ্গি, সচেতনতা অভিযানে নামলেন কালচিনির বিডিও
নতুন করে থাবা বসাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে গতকাল ও নতুন করে এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। বুধবারও কালচিনি…
স্বপ্নের কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা আগামীকাল থেকে
কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু হতে চলেছে একুশে ফেব্রুয়ারি। তার আগে পরীক্ষামূলক ভাবে উড়ান সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো। গত ১৫ই ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও তা চালু করা সম্ভব হয়নি তার পরিবর্তেই আগামী ২১শে ফেব্রুয়ারি এই বিমান পরিষেবা…
Maxi Cab Owners Association has announced indefinite city auto strike in Siliguri from June 18
Siliguri, June 07: Darjeeling District NJP-Phulbari Maxi Cab Owners Association (City Auto Drivers and Owners Association) has announced an indefinite strike in Siliguri from June 18. This announcement was made during a press conference held at Siliguri Journalists Club on…