শহরের বুকে কিছুটা কমল ঠাণ্ডা, বাড়তে পারে গরম

গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ আজ সেই দাপট কিছুটা কমল৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আজ সারাদিন কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন শহর এবং শহরতলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না৷ শীতের আমেজ উপভোগ করবে শহরবাসী। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস৷ চলতি সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷

মহানগরীর পাশাপাশি জাঁকিয়ে শীত পড়েছে জেলায় জেলায়। পারদপতনের দিক থেকে দার্জিলিংকে কড়া টক্কর দিয়েছে পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলি। রবিবারও একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল। মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস।