চলতি সপ্তাহেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফে ঘোষিত হয়েছে বছরের নতুন বাজেট। কিন্তু নতুন বাজেট ঘোষনা থেকেই অখুশি অনেকেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে প্রশংসায় ভরিয়েছেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একাধিক ঘোষণা করলেও সার্বিকভাবে এই বাজেট নিয়ে খুশি নয় বিরোধী শিবির। এই বাজেটকে কড়া ভাষাতেই সমালোচনায় বিদ্ধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, আম জনতার জন্য বাজেট শূন্য। একই সঙ্গে এই বাজেটের প্রেক্ষিতে কেন্দ্রকে একহাত নিয়েছে কংগ্রেস সহ অন্যানরাও।
এদিন মমতা লেখেন, ”আম জনতার জন্য এই বাজেট একদম শূন্য। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নেই। সরকার শুধু বড় বড় কথা বলেছে যার কোনও অর্থ নেই। পেগাসাস কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা এই বাজেট।” আবার রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান অমিত মিত্র বাজেট বিশ্লেষণ করতে বসে বলেন, ”কোনও নতুন প্রকল্পের ঘোষণা নেই। বেকার, বয়স্ক নাগরিক, দারিদ্রসীমার নিচে থাকা মানুষজনের জন্য কোনও দিশা নেই বাজেটে।”
একই রকমভাবে এই বাজেটকে হতাশাজনক বলেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলছেন, এই বাজেট দেখে তিনি প্রচণ্ড হতাশ কারণ এই বাজেটে কিছু নেই। বাজেটে প্রতিরক্ষা বা জরুরি জিনিসের ক্ষেত্রের কোনও উল্লেখ নেই। সাধারণ মানুষের জন্য এই বাজেট নয়। আবার বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় বাজেটের তুমুল সমালোচনা করে বলেন, “ধ্বংসের পথে হাঁটছে মোদী সরকার।” কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও কড়া আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে এই বাজেট পেশের পর। তিনি বলছেন, ”মোদী সরকারের শূন্য বাজেটে মধ্যবিত্ত, হত দরিদ্র, কৃষক, যুবসমাজ এদের জন্য কিছুই নেই।”