ঘোষিত হয়েছিল পূর্বেই, দু দিনের জন্য ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু’দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই এবার ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের সরাসরি চোর-ডাকাত বলে বসলেন তিনি।
একই সঙ্গে বাম আমলকেও বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায় ফিরে এসেছে চিরকুট খোঁচা। মমতার দাবি, যারা চিরকুটে চাকরি পেয়েছে তারাই ডিএ নিয়ে এখন আন্দোলন করছে। মমতার স্পষ্ট দাবি, ডিএ আন্দোলনে যারা বসে রয়েছেন, তারা চিরকুটে চাকরি পেয়েছিলেন। এও বলেন যে, যারা বসে আছে, তারা চোর-ডাকাত। নেত্রীর বক্তব্য, এইসব লোকেদের থেকে তাঁকে জ্ঞান শুনতে হবে না, যারা ডাকাত সর্দার।
সিপিএমকে আরও তীব্রভাবেই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাম আমলের কোনও ফাইল পাবে না, সব পুড়িয়ে দিয়েছে। আর এখন যত যা কাগজ বেরোচ্ছে, সব করছে সিপিএম-কোঅর্ডিনেশন কমিটি করছে। পেনশন নিয়ে একটু নাড়াঘাঁটা হোক নাকি, এমনই প্রশ্ন তুলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও ডিএ আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর কেন তালিকা যাচাই করা হয়নি। তদন্ত কেন হয়নি, সেটাও বলুক।