আগামী সপ্তাহে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। অন্যদিকে এই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে তিনটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। শেষ হয়েছে এই মামলার শুনানি, স্থগিত হল রায়দান। রাজ্য সরকারের এই মামলাকারীদের আইনজীবীর দাবি, এটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। কেন্দ্রীয় সরকার ঠিক করে দেয় কী ভাবে প্রকল্প বাস্তবায়ন করবে রাজ্য সরকার গুলি। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক রেশন দোকান থেকে ন্যায্য মূল্যে উপভোক্তারা রেশন পেয়ে থাকেন। সুতরাং এই নিয়মকে বদলাতে পারে না রাজ্য সরকার।
আজ আদালতে অ্যাডভোকেট জেনারেল জানান, দুয়ারে রেশন প্রকল্প ভবিষ্যতেও চলবে। সামান্য কয়েকজন ডিলার আদালতে এসেছেন, সংখ্যাগরিষ্ঠ ডিলার প্রকল্পের সঙ্গে আছেন, তারা আদালতে আসেননি। তিনি আরও বলেন, কোন ডিলারের আইনি অধিকার কেড়ে নেওয়া হয়নি। ডিলারদের অতিরিক্ত সহায়তা করছে রাজ্য। উল্লেখ্য, আগেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন যে, যৌথ লিস্টে রয়েছে রেশন ব্যবস্থা সংক্রান্ত আইন। সাধারণ মানুষ বা উপভোক্তাদের কথা ভেবেই সরকার এই প্রকল্প চালু করেছে।