লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝেই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই রাজ্যের মানুষের সাথে জনসংযোগ গড়ে তুলতে শাসকদলের নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’।
ভোট পূর্বে প্রায় দুমাস ধরে বাংলার প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছনোর অঙ্গীকার নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতে চলতে ২ হাজার কিলোমিটার পথ সম্পূর্ণ হয়েছে সেই যাত্রা। সে কারণে অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো।
টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘অভিষেকের নেতৃত্বে জনসংযোগ যাত্রা মানুষের মন জিতেছে। ২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যখন আমরা মানুষের আশীর্বাদ এবং জোরদার সমর্থনে অর্জিত মাইলফলক উদ্যাপন করি, তখন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের সংকল্প আরও সুদৃঢ় হয়। বাংলা সাফল্যের নতুন শিখরে পৌঁছবে।” এবার ভোট ব্যাংকে এর কিরূপ প্রভাব পরে সেটাই দেখার বিষয়।