আসন্ন নির্বাচন পূর্বে রামমন্দির নিয়ে মুখে খুললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন পূর্বে এবার রাম মন্দির নিয়ে মুখে খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কথা উঠলে মমতা বলেন, “ওরা (একটি) মন্দির করছে, আমিও তো তারকেশ্বর করেছি। আমি তো কালীঘাট করছি। আমি তো দক্ষিণেশ্বর করেছি। আমি তো তারাপীঠ করেছি। আমি তো পাথরচাপরি করেছি। আমি তো কঙ্কালীতলা করেছি।”

জোর কটাক্ষ করে মমতার দাবি, “আমরা যা করেছি, ওরা অত কিছু করতে পেরেছে? ওদের শুধু একটাই আছে ওয়ান পয়েন্ট প্রোগ্রাম।” এরপরই বলেন, “রাম মন্দির করেছে, করেছে, আমার তো আপত্তির কিছু নেই। রাম মন্দির লোকে দেখতে যাবেন, চলে আসবেন। তার জন্য উনি তো রাম নন। উনি বলতে পারেন যে উনি রামসেবক।’

বিশেষজ্ঞদের মতে লোকসভা ভোট ব্যাংকে জোড়ালো প্রভাব ফেলতে মোদী সরকারের তুরুপের তাস হতে চলেছে এই রাম মন্দির। অন্যদিকে, মমতাকে হামেশা সংখ্যালঘুদের তোষামদকারীর তকমা দিয়েও হিন্দু ভোট টানার চেষ্টা করা হয় বলে মত। তাই দুদিক বুঝে এবার রাম মন্দির নিয়ে পূর্ণ সমর্থন জানিয়ে পাল্টা মমতা গেরুয়া শিবিরকে গোল দিলেন বলেই মনে করা হচ্ছে।