এইমুহুর্তে নাজেল পরিস্তিতি কলকাতাবাসীর৷ গরমে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ৷ এপ্রিলে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ আগামী সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত দু’মাস কলকাতায় বৃষ্টি হয়নি৷ গরমে নাস্তানাবুদ শহরবাসী৷ আজও দক্ষিণবঙ্গ জুড়ে একইরকম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে৷ কলকাতায় তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই৷ গোটা দক্ষিণবঙ্গ যেন অগ্নিকুণ্ড৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সবচেয়ে বেশি তাপপ্রবাহ চলবে৷ এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘অনেক দিন পর কলকাতায় এমন পরিস্থিতি হয়েছে৷ কলকাতা কর্পোরেশনের তরফে আমরা চেষ্টা করছি জল সরবরাহ বজায় রাখাতে৷ তবে জলের চাহিদা অনেক বেড়ে গিয়েছে৷ বৃষ্টি না হওয়া পর্যন্ত একই অবস্থা থাকবে৷ ’’
এদিকে, জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন৷ আজ বুধবার রাজ্যের সমস্ত দফতরের সচিব এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপাররাও৷ এই বিরূপ পরিস্থিতিতে প্রশাসনের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হবে, আগামীকালের বৈঠকে সচিব ও জেলাশাসকদের সেটাই জানাবেন মুখ্যমন্ত্রী৷ হিট ওয়েভের মধ্যা কী করণীয় সে সম্পর্কে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ সেখানে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে কী কী করণীয় তা জানানো হয়েছে৷
জানা গিয়েছে, আজকের বৈঠকে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির পাশাপাশি কী ভাবে হিট ওয়েভ থেকে মুক্তি পাওয়া যায়, কী ভাবে মানুষ সুস্থ থাকবে, স্কুল কলেজগুলি কী ভাবে খোলা রাখা হবে এবং যে পরীক্ষগুলো চলছে সেগুলি কী ভাবে পরিচালন করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আগামীকাল আলোচনা হবে নবান্নে৷৷ উল্লেখ্য, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক রয়েছে৷ সেই বৈঠকের পরেই হবে নবান্নের বৈঠক৷ ফলে করোনা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর৷ তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি চিন্তায় হিট ওয়েভ৷
তাপপ্রবাহের পরিস্থিতিতে প্রতিরোধ মূলক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপন এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের তরফে৷ নির্দেশিয়ার বলা হয়েছে, তেষ্টা না পেলেও নির্দিষ্ট সময় অন্তর জল খেতে হবে৷ সর্বদা পানীয় জল সঙ্গে রাখতে হবে৷ ঢিলেঢালা পোশাক পরে বেরন৷ টুপি, কাপড়, তোয়ালে বা চাদর দিয়ে মাথা ঢেকে নিন৷ হালকা খাবারের সঙ্গে জলীয় অংশ বেশি রয়েছে এমন ফল, বাড়িতে তৈরি লেবুর সরবর, নুন-চিনির জল বেশি করে খান৷ শরীর খারাপ লাগলেই দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন৷ পাশাপাশি প্রখর রোদে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়৷ বলা হয়েছে, প্রখর গরমে পরিশ্রমসাধ্য কাজ কম করুন৷ রাস্তায় গাড়ির মধ্যে শিশু ও পোষ্যদের রাখবেন না৷ বেশি প্রোটিন ও মশলাদার খাবার না খাওয়াই ভালো৷