লক্ষ্য এখন একটাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এরই মাঝে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এর ফলে স্বাভাবিকভাবেই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে, দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূল বেশ অস্বস্তিকর জায়গায় রয়েছে। এদিকে তৃণমূল চায় রাজ্যবাসীর কাছে যেন ‘ফিলগুড’ পরিস্থিতি বজায় থাকে। সেই লক্ষ্যে সরকারের নজরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ।
উৎসবের মরশুমের আগে থেকেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে বিশেষ বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে কমিয়ে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনা যায়, সেই লক্ষ্যেই বৈঠক ডেকেছেন তিনি। আগামী ১৪ নভেম্বর বিকেল চারটের সময় নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে।
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা, মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথকে যোগ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্যরাও সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে গ্রামবাংলার মানুষকে বিশেষ বার্তা দিতে চাইছে তৃণমূল। তার ফল ভোটবাক্সে পড়বে বলেই দল মনে করছে।