লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখানে বনদেবীর পুজো করে মন্দির ঘিরে দেন উন্নয়নের বার্তা৷ তিনি জানান, আজ হিঙ্গলগঞ্জে আসার আগে ১৫ হাজার শীত বস্ত্র কিনে এনেছেন৷ পাঁচ হাজার সোয়েটার, পাঁচ হাজার কম্বল আর পাঁচ হাজার চাদর৷ সেগুলি যেন মানুষ ঠিক মতো পায়৷ কিন্তু কোথায় রাখা হয়েছে সেগুলি?
মুখ্যমন্ত্রীকে জানানো হয় শীতবস্ত্রগুলি বিডিও অফিসে রাখা হয়েছে৷ যা শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘‘বিডিও অফিসে কেন রাখা হবে? বিডিও-কে বলুন নিয়ে আসতে৷ আমি অপেক্ষা করব এখানে৷’’ তাঁর কথায়, ‘‘বনদেবীর পুজো উপলক্ষে কম্বল, চাদরগুলি কিনে এনেছিলাম৷ এসে দেখছি সেগুলো উধাও৷’’ ‘‘এখনই নিয়ে এসো’’, মঞ্চ থেকেই নির্দেশ দেন মমতা৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘হয়তো একসঙ্গে ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ সম্ভব নয়৷ আমি বলেছিলাম ক্যাম্প করে বিতরণ করতে৷ কম পড়লে আমি দেখতাম৷ পুজো উপলক্ষে এই উপহার এনেছিলাম৷’’ উপস্থিত জনতাকে হাত নেড়ে মুখ্যমন্ত্রীর বললেন, ‘‘আপনারা বসে থাকুন। আমিও বসলাম।’’ পরে শীতবস্ত্র আনিয়ে বিলি করেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল আরও শীতবস্ত্র এনে শিবির করে দেওয়া হবে বলেও জানান তিনি৷