বাড়তে থাকা রেল ভাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে ইতিমধ্যে সুবিধা রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে মোটেও খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন টুইটার হ্যান্ডেলে প্রতিবাদ জানালেন তিনি।

এক একটা ফ্লেক্সি ট্রেনের ভাড়া পৌঁছে গেছে ১১ হাজারে। সাম্প্রতিক অতীতের বিমানের ভাড়াকেও ছাড়িয়ে গেছে ট্রেনের ভাড়া। মমতা কেন্দ্রকে তোপ দেগে লিখেছেন, ভাড়া বাড়ছে অথচ যাত্রী নিরাপত্তা বাড়ছে না।

সাম্প্রতিক কালে জয়পুর থেকে বেঙ্গালুরুগামী এক্সপ্রেস ট্রেনে এসি ২ টায়ারে ভাড়া হয়েছিল ১১,২৩০ টাকা। পাশাপাশি উৎসবের মরশুমে মুম্বাই-পাটনা ট্রেনের ভাড়া হয় ৯৩৯৫ টাকা। এই পদ্ধতিতে ভাড়া বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যা সাধারণের নাগালের বাইরে। এই ব্যবস্থা থেকে গেলে অচিরেই জনপ্রিয়তা হারাবে ভারতীয় রেল।