সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়ে জয়ের ফল প্রকাশিত হয়েছে পাহাড়ে। সূচনা হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণে।। জয় লাভের কারণে ফল প্রকাশের পর থেকেই জল্পনা ছিলই তিনি জিটিএ শপথে পাহাড়ে যাবেন। সেই কথা মতো মঙ্গলবার পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধারে যেমন পাহাড়ের উন্নয়ন এবং অগ্রগতির কথা বলেছেন তিনি, অন্যদিকে সেখানে শান্তি নষ্ট হতে দেবেন না, এমনও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, পাহাড়বাসীকে আশ্বস্ত করে বলেছেন, তিনি পাহাড়ে আসেন ভালবাসতে, দখল নিতে নয়।
জিটিএ-র আজকের অনুষ্ঠানে মমতা বলেন, পাহাড়ে তিনি কাউকে কোনও গড়বড় করতে দেবেন না। পাহাড় শান্ত থাকলে উন্নয়ন হবে, অর্থনীতি বাড়বে। নতুন নতুন হোমস্টে’র উদাহরণ দেন মমতা। বলেন, একটা হোমস্টে হলে কত আয় হয় সেটা দেখলেই বোঝা যাবে।
এর পাশাপাশি তিনি পাহাড়ের নির্বাচন নিয়েও কথা বলেন। জানান, এত শান্তিপূর্ণ নির্বাচন তিনি পাহাড়ে আগে দেখেননি। পাহাড়ের মানুষ যা পারেন তা অন্য কেউ পারে না। এই বলেই তিনি সকলের কাছে আশ্বাস চান যাতে তারা কেউ পাহাড় অশান্ত হতে না দেয়। এই প্রেক্ষিতেই তিনি স্পষ্ট করে দেন, তারা সকলেই চান পাহাড় শান্ত থাকুক, সকলে মিলেমিশে থাকুক।
সম্প্রতি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপা। নির্বাচনে তাঁর দল পেয়েছে ২৭ টি আসন এবং বোর্ড গঠন করছে। প্রসঙ্গত, ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ টি আসনে জিতেছে তৃণমূল, তার মধ্যে জয়ী আছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। গত বছর শেষের দিকে আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দল ‘ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’র ঘোষণা করেন অনীত থাপা।