ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি রাজ্যের শিক্ষার্থীদের জন্য এক বড়ো ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ঋণের সুবিধা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ব্যাঙ্কগুলির ওপর ক্ষোভ উগড়ে দেন তিনি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ব্যাঙ্কগুলির আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর স্পষ্ট বার্তা, ব্যাঙ্কগুলি দয়া করছে না এটা তাদের বুঝতে হবে। তবে ব্যাঙ্কগুলি রাজনৈতিক কারণে সহযোগিতা করছে না এমন সন্দেহও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন এই প্রসঙ্গে মমতা বলেন, যে সব ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করতে চাইছে না, তাদের বাদ দিয়ে সমবায় ব্যাঙ্ককে দায়িত্ব দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, তাই টাকা দিতেই হবে। ব্যাঙ্কগুলিকে বুঝতে হবে যে তারা কোনও দয়া করছে না। যে সমবায় ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না, তাদের ডেকে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে  স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সবকটি সমবায় ব্যাঙ্ক সমান সাহায্য করছে না বলে এদিনের বৈঠকে অভিযোগ করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তারপরেই এই বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এখনও অবধি ১ লক্ষ ১৪ হাজার ছাত্রছাত্রী আবেদন করেছে। ১৪ হাজার আবেদন মঞ্জুর পেয়ে গিয়েছে।

মমতার সন্দেহ, ব্যাঙ্কগুলি অসহযোগিতা করছে তার কারণ কোনও রাজনৈতিক দলের অভিসন্ধি রয়েছে। সেই প্রেক্ষিতেই তিনি এই প্রশাসনিক বৈঠকে সমবায় মন্ত্রী অরূপ রায়কে কার্যত ধমক দেন। বলেন, সব ব্যাঙ্ককে বৈঠকে ডাকতে। এটা সরকারের টাকা। সরকার গ্যারেন্টার। এই ক্রেডিট কার্ডের টাকাগুলো অনুমোদন দ্রুত দিতে হবে। কোনও রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা তা জানতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply