বদল হলো আসন্ন উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন

করোনা পরিস্থিতিতে স্থির হয়েছে নিয়মকানুন৷ এই পরিস্থিতিতে ফের একবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে পরীক্ষা৷ এই পরিস্থিতিতে আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে পরীক্ষার সূচি৷ তবে জয়েন্ট এন্ট্রান্স বা জেইই পরীক্ষার জন্য কিছুটা বদল আনা হল উচ্চমাধ্যমিকের সূচিতে৷ একই দিনে দুটি পরীক্ষা হলে অনেক পরীক্ষার্থীই সমস্যায় পড়বেন৷ সে কথা ভেবেই সূচি বদলের সিদ্ধান্ত৷ সোমবার সাংবাদিক বৈঠক করে নতুন সূচি ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ 

এদিনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,  পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল থেকেই পরীক্ষা শুরু হবে৷ তবে ৩ দিনের সূচি বদল করা হয়েছে৷ ১৬ তারিখ কেমিস্ট্রি, জার্নিলিজম অ্যান্ড মাসকমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবিক ও ফ্রেঞ্চ পরীক্ষা ছিল৷ এখানে কেমিস্ট্রি বা রসায়নের সঙ্গে জেইই-র একটা সংঘাত তৈরি হচ্ছিল৷ কেমিস্ট্রি রয়েছে এমন বহু ছাত্রছাত্রীই জেইই প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ হতে চান৷ সেই কারণে এই পরীক্ষার দিন এগিয়ে ১৩ এপ্রিল করা হচ্ছে৷ যেদিন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি বিষয়েরও পরীক্ষা হবে।

অন্যদিকে, ১৮ এপ্রিল ছিল স্ট্যাটিস্টিক্স, ভুগোল, কস্টিং, টেক্সেসন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট৷ এই কম্বিনেশনের সঙ্গে স্ট্যাটিস্টিক্স রয়েছে৷ চাইলে স্ট্যাটিক্সের ছাত্রছাত্রীরা জেইই-তে বসতে পারেন৷ তাঁদের সুবিধার্থে ১৮ তারিখের পরীক্ষার দিন পিছিয়ে ২৫ এপ্রিল করা হচ্ছে বলে জানান সংসদ সভাপতি৷ এছাড়াও ২০ তারিখ ছিল ইকনমিক্স পরীক্ষা৷ তিনি বলেন, অনেকেই ফিজিক্স, অঙ্ক এবং অর্থনীতি কম্বিনেশন রেখেছেন৷ তাঁদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী জেইই মেনস পেপার ২ দিতে চান৷ সে কারণেই ২০ তারিখের পরীক্ষাটা পিছিয়ে ২৬ এপ্রিল করা হল৷ ফলে উচ্চমাধ্যমিক শেষ হবে ২৬ এপ্রিল৷ 

অর্থাৎ  ১৬ তারিখের পরীক্ষা এগিয়ে ১৩ এপ্রিল, ১৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে ২৫ তারিখ এবং ২০ তারিখের পরীক্ষা পিছিয়ে ২৬ তারিখ করা হল৷ এদিকে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার আয়োজক সংস্থা জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল থেকে ২১ পর্যন্ত প্রথম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২৪ মে থেকে ২৯ মে।