নির্বাচন শেষেই রাজ্যে আসতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। মাঝে বাকি আর মাত্র কয়েকটা দিন। এই পরিস্থিতিতে মনোনয়ন–পর্ব শেষ করেই সবাই প্রচারে ঝড় তুলছে। পিছিয়ে নেই বিজেপিও।

কিন্তু সেই প্রচারে কোনও হেভিওয়েট নেতা–মন্ত্রী নেই। তবে পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে তাঁরা একসঙ্গে আসছেন না। তবে দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।

মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে জনসংযোগ কর্মসূচি চলবে ৩০ জুন পর্যন্ত। তাই বঙ্গ–বিজেপির পরিকল্পনা ছিল এই দলীয় কর্মসূচিতে অমিত শাহ এবং জেপি নড্ডাকে নিয়ে সভা করিয়ে পালে হাওয়া টানতে। কিন্তু তখনই পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। তাই পরিকল্পনা ভেস্তে যায়। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বাংলার দলীয় নেতাদের নিয়েই লড়াই করতে হবে।