বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাড়া কেন্দ্রের।
পালসিট থেকে ডানকুনি পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হচ্ছে। কেন্দ্রের ‘ভারতমালা’ প্রকল্পের আওতায় সেই চালু প্রকল্পের মাঝপথেই কিছু সংশোধনের জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই আর্জিতে সায় দিল মোদী সরকার।
বর্ধমানের পালশিট থেকে হুগলির ডানকুনি পর্যন্ত ৬ লেনের রাস্তা সম্প্রসারিত হচ্ছে। জানা গিয়েছে এই প্রকল্পটি পরিমার্জন করতে প্রায় ১০০ কোটি টাকার বাড়তি খরচ হতে পারে। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়িকে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিতিতেই হয়েছে কাজ।