সমগ্র দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বদল আসতে পারে। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন।
এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনার মাধ্যমে খাদ্যশস্য বন্টন করা হয় সাধারণ মানুষের মধ্যে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত সরকার বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া জারি রাখতে পারে। একটানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিতে পারেন।
চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। কিন্তু এই যোজনা আগামী বছর জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে ৮০ কোটি ভারতবাসীকে।