নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করলো কেন্দ্র সরকার

চারিদিকে গোপন তথ্য সংক্রান্ত জিনিষ নিয়ে বাড়ছে জালিয়াতি। এই জালিয়াতির কারণে বিপদে পড়েছে বহু মানুষ। যেখানে সেখানে আসল আধার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স ব্যবহার করে বাড়ছে সাইবারক্রাইম তথা তথ্য চুরির মত ঘটনা। আর তাই আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। কিন্তু সেই নির্দেশনা জারির দুদিন কাটতে না কাটতেই শেষমেশ ফের পিছু হটতে হল মোদি সরকারকে। কেন্দ্রের এই নয়া নির্দেশিকা এবং পরে সেই নির্দেশিকা প্রত্যাহারের ঘটনায় আরও জটিলতা বাড়ল আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে।

উল্লেখ্য আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়, তথ্য চুরির ঘটনা রুখতে যত্রতত্র আধার কার্ড কিংবা আধার কার্ডের ফটোকপি ব্যবহার না করে মাস্ক আধার কার্ড ব্যবহার করা উচিত। আঁধারে জেরক্সের থেকে মাস্ক আধার কার্ড ব্যবহার করা অনেক বেশি নিরাপদ বলে দাবি করেন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্র। উল্লেখ্য মাস্ক আধার কার্ডে আধারের মোট ১২ টি সংখ্যার মধ্যে কেবল শেষ চারটি সংখ্যাই দৃশ্যমান হয়। তাই এটি অনেক বেশি বিপদমুক্ত বলে দাবি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

কিন্তু আজ আরও একটি বিবৃতি দিয়ে কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, আধার ব্যবহারের ক্ষেত্রে আগের নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কেন্দ্রের দাবি, আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেই নির্দেশিকার অনেক ক্ষেত্রে ভুল ব্যাখ্যা হতে পারে এক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আরও বাড়তে পারে। আর তাই সেই নির্দেশিকা প্রত্যাহার করা হচ্ছে সরকারপক্ষের তরফ থেকে।

উল্লেখ্য গত ২৭ মে মাস্ক আধার কার্ড ব্যবহারের যে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র সেখানে কিভাবে ওই মাস্ক আধার কার্ড ডাউনলোড করা যাবে সে ব্যাপারেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে আরও জানানো হয়েছিল হোটেল কিংবা সিনেমাহলের মতো সংস্থা যাদের লাইসেন্স নই তারা আধার কার্ড জমা রাখতে পারবেন না। সেই সঙ্গে প্রত্যেক নাগরিককে বলা হচ্ছে তারা যেন নিশ্চিত করেন, যে সংস্থার সঙ্গে আধার শেয়ার করছেন তারা UIDAI থেকে লাইসেন্সপ্রাপ্ত কিনা।