বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনও চালাচ্ছে ঘাসফুল শিবির। এই আবহেই কেন্দ্রের থেকে বকেয়া টাকা পেল রাজ্য।
শিক্ষা খাতে রাজ্যকে টাকা দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তরফে রাজ্যকে এই অনুমোদন দেওয়া হয়েছে। “সমগ্র শিক্ষা অভিযান” খাতে প্রায় ৬০০ কোটি টাকা পাওয়ার অনুমোদন পেয়েছে রাজ্য। শুধু তাই নয় প্রায় ২০০ কোটি টাকা ইতিমধ্যেই কেন্দ্র তরফে রাজ্যকে পাঠানো হয়েছে।
বাকি ৪০০ কোটি টাকাও ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যকে পাঠিয়ে দেবে কেন্দ্র। রাজ্যে সমগ্র শিক্ষা অভিযান খাতের খরচ যথাযথ হওয়ায় কেন্দ্রের তরফে শিক্ষা খাতে এই অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানা যাচ্ছে, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে এই খাতেই আরও ১২০০ কোটি টাকা রাজ্যকে দেবে কেন্দ্র।