আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যের কাছে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও বকেয়া পাওনা আদায়ের দাবিতে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে পৌঁছে যায় বাংলার শাসকদল।

অবশেষে রাজ্যের পঞ্চায়েত দফতরকে এই নিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্র তরফে জানানো হয়েছে, গত মার্চ মাসের ২৭ তারিখ বাংলায় কেন্দ্রের টিম এসেছিল। বাংলার তিন জেলায় সেই টিমের অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতি উঠে এসেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে। যদিও কেন্দ্রীয় টিম আসার ৭ মাস পর কেন এই অসঙ্গতির কথা চিঠি দিয়ে রাজ্যকে জানানো হল সেই নিয়ে উঠছে প্রশ্ন।