রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে সল্টলেকে পর্ষদের অফিস অর্থাৎ নিবেদিতা ভবনে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই এই অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিবিআই। নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল পর্ষদের এক আধিকারিক পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, পার্থপ্রতিমের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার পর্ষদ ভবনে যায় সিবিআই।
জানা যাচ্ছে, পর্ষদ অফিস থেকে বেশকিছু নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। এর আগেও পর্ষদ অফিসে হানা দিয়েছিল সিবিআই। এখন দেখার এদিন পর্ষদ অফিস থেকে পাওয়া তথ্য তদন্তে কতটা সাহায্য করে।