প্রত্যাহার করা হলো মামলা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি হওয়ার পর এই প্রথমবার এই মামলা শুনলেন বিচারপতি সঞ্জীব খান্না।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা নিয়ে বড় মন্তব্য করেন তিনি। গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন এক মহিলা চিকিৎসক। পরবর্তীতে তাঁর নাম-পরিচয় প্রকাশ করে ফেলেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যা কিনা আইনত অপরাধ।

এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন মামলাকারী। কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এরপর শীর্ষ আদালতে আরজি কর মামলা চলাকালীন সেখানেও মামলা দায়ের করা হয়। সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হল।