নয়া মোড় নিলো মামলা

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান-ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জির শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে বসিরহাট আদালত।

৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। পাশাপাশি তাকে বেশ কিছু শর্তও দিয়েছে আদালত। উল্লেখ্য, সন্দেশখালির অভিযুক্তদের মধ্যে এই প্রথম জামিন পেলেন ফারুক আকুঞ্জি। ইডি পেটানোর ঘটনায় অভিযুক্ত ফারুক আকুঞ্জি। এদিন আদালত ফারুককে জামিনে মুক্তি দিলেও একাধিক শর্ত দেওয়া হয়েছে।

বসিরহাট আদালত জানিয়েছে আপাতত সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। তিনি কখন কোথায় থাকছেন, কোথায় যাচ্ছেন সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে। পাশাপাশি সপ্তাহে দু’দিন করে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে ফারুককে।