বিরাট আন্দোলনের ডাক শিক্ষক সংগঠনের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শাসকদল ছাড়া রাজ্য আন্দোলন, মিছিলে অনুমতি দেয় না। বহুবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা।

এবার রাজ্য সরকার আন্দোলনের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হল শিক্ষকদের সংগঠন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কোথাও পর্যাপ্ত টেবিল, চেয়ার নেই, কোথাও পরিকাঠামোগত ত্রুটি তো কোথাও নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম কিনতে দিশেহারা হতে হচ্ছে।

এমনই নানা সমস্যা রয়েছে। অন্যদিকে রয়েছে মিড ডে মিলের মৃল্যবৃদ্ধি প্রসঙ্গ। সব মিলিয়ে বিকাশ ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে শিক্ষকদের সংগঠন ‘উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। তবে তাতে প্রশাসনের অনুমতি মেলেনি।