বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ % হারে ডিএ পাচ্ছেন সেখানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ % হারে ডিএ পাচ্ছেন সেখানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ফলত স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে তাদের।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ এর ফারাক ৩৯%। বাজেটে সেই ৩৯% ডিএ না পেলে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ। এবারে বাজেটে যাতে রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করা হয় সেই দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।