এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড়ো হাই প্রোফাইল কেসে পার্থর নিরাপত্তায় CRPF

তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় পুরোপুরি ভাবে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য৷ এই মুহূর্তে যত দিন যাচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতি তথা ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা।

এই পরিস্থিতিতে গতকাল অর্থাৎ মঙ্গলবারই জোকার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় রাজ্যের প্রাক্তন শিক্ষা তথা শিল্পমন্ত্রীকে জুতো ছুঁড়ে মেরেছিলেন এক মহিলা। সেই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমত চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারপরেই এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যত নড়েচড়ে বসেছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ভবিষ্যতে পার্থ চ্যাটার্জির উপরে যাতে আর কোনো রকমের আক্রমণ কিংবা হামলার ঘটনা না ঘটে তার জন্য তাঁর নিরাপত্তা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

একই সঙ্গে জানা যাচ্ছে পার্থ এবং অর্পিতার বয়ানে এখনো রয়েছে কিছু ফাঁক। তাই তাদের দুজনকেই আজ বুধবার আরেক দফা ইডি হেফাজতে রাখার আর্জি জানাতে চলেছে ইডি। সূত্রের খবর, গত ২৪ জুলাই গ্রেফতার হওয়ার পর থেকে প্রথমদিকে ধাতস্থ হতে কিছুটা সময় নিলেও পরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘বিশেষ বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায় এখনো পর্যন্ত ইডির অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিয়েছেন। তবে সমস্যা পার্থকে নিয়ে।

অফিসারদের দাবি, থিত হওয়ার জন্য পার্থ বারবার সময় চাইছেন। এছাড়াও ইডি হেফাজতে থাকা পার্থ এবং অর্পিতা দুজনেই জেরার প্রথম দিন থেকে বলে এসেছেন উদ্ধার হওয়া টাকা নাকি তাঁদের নয়। অর্পিতার দাবি,তাঁর অজান্তেই তাঁর ফ্ল্যাটে টাকা ঢোকানো হত। আর এই সমস্ত টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই।

অন্যদিকে পার্থ আবার বারবার দাবি করে এসেছেন টাকা নাকি তাঁরও নয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই বিপুল পরিমাণ টাকা যদি এদের দুজনের কারোরই না হয় তাহলে টাকার আসল মালিক কে। এই সমস্ত প্রশ্নকে হাতিয়ার করেই আজ অর্থাৎ বুধবার ব্যাঙ্কশাল আদালতে পার্থ এবং অর্পিতা কে আরো এক দফা হেফাজতে নেওয়ার দাবি জানাতে চলেছে ইডি, ঘনিষ্ঠ মহলসূত্র এমনটাই খবর।

জানা যাচ্ছে এদিন সকাল আনুমানিক দশটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে দুজনকে দুটি গাড়িতে বসিয়ে ব্যাঙ্কশাল আদালতে রওনা হবেন ইডি আধিকারিকরা। গতকালই পার্থ এবং অর্পিতা দুজনেরই স্বার্থপরীক্ষা হয়েছে। তাই আজ আর নতুন করে আদালতে তোলার আগে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন নেই বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার ইএসআই হাসপাতাল চত্বরে জুতো কান্ডের পর আজ পার্থর নিরাপত্তার ঘেরাটোপ আরো বাড়ানো হচ্ছে বলে খবর। আজ ইডি আধিকারিকরা ছাড়াও পার্থকে ঘিরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।