বড়সড় ছাড়, কম হবে বিল

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই আবার চড়চড় করে বেড়ে চলেছে ইলেকট্রিক বিল। তবে এবার বিদ্যুতের বিলের সমস্যার সুরাহা করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি দারুণ স্কিম।

সেই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকরা তিন মাসে ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকে। অর্থাৎ প্রায় ৩০০ টাকা সাশ্রয় হয় তাঁদের। রাজ্য সরকারের এই স্কিমের নাম হল ‘হাসির আলো’। এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের ০.৩ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে।

এই উপভোক্তারা যদি ‘হাসির আলো’ প্রকল্পে আবেদন করেন, তাহলে তাঁরা প্রত্যেক মাসে তিন মাসে ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। এছাড়া রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে হবে।