বড় খবর, আগামী কয়েক বছরের মধ্যেই আসতে চলছে ক্যানসারের টিকা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি এই রোগের সংক্রমণ বাড়ছে। এই দুই রোগের জ্বালায় আপাতত জর্জরিত সাধারণ মানুষ। এরই মাঝে খুশির খবর কয়েক বছরের মধ্যে করোনার টিকা বাজারে চলে আসার পর ক্যানসারের টিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে।

বিভিন্ন রোগে টিকা বাঁ ওষুধ বাজারে চলে এলেও এই রোগের কোনও টিকা এখনও পর্যন্ত বাজারে আসা তো দূর আবিষ্কার পর্যন্ত হয়নি। কোভিডের সবচেয়ে বেশি ব্যবহৃত টিকা প্রস্তুতকারী স্বামী-স্ত্রীর জুটি দাবি করলেন, আগামী কিছু বছরের মধ্যেই বাজারে আসবে ক্যানসারের টিকা। কথা হচ্ছে, জার্মানির ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োএনটেক-এর প্রতিষ্ঠাতা উগুর সাহিন এবং ওজলেম টুরেসির জুটির।

করোনা কালে এঁরাই এমআরএনএ কোভিড টিকা তৈরি করেছিলেন। তারাই এবার জানালেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাজারে চলে আসতে পারে ক্যানসারের টিকা। এই জুটি জানিয়েছেন, কোভিডের টিকা তৈরিতে ব্যবহৃত এমআরএনএ প্রযুক্তিই ক্যানসারের টিকা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে ‘সেরভিক্যাল ক্যানসার’ আটকানোর জন্য টিকা প্রস্তুত করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ক‌্যানসারের ক্ষেত্রেই কার্যকর হয়েছে টিকার প্রয়োগ এবং তাকে সবুজ সংকেত দিয়েছে ডিসিজিআই। সেই প্রেক্ষিতে বলা যায়, এই প্রথম ভারতে এইচপিভি-র টিকা আসতে চলেছে।