বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
ইডির অভিযোগ, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়-ছয় করাছে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় ও তার পারিবারিক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। সেখানেই চক্ষু চড়কগাছ, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীরঅ্যাকাউন্টে রয়েছে ৩.৩৭ কোটি টাকা।
পেশায় কলেজের সহকারী অধ্যাপক প্রিয়দর্শিনী যার বছরে আয় ২.৪৮ লাখ টাকা।, ইডি সূত্রে খবর, প্রিয়দর্শিনী অবশ্য এই বিষয়ে জানিয়েছেন টিউশন পড়িয়ে ৩.৩৭ কোটি টাকা উপার্জন করেছেন। সবটাই তার টিউশন পড়ানোর টাকা। ওদিকে জ্যোতিপ্রিয়র স্ত্রীর আইডিবিআই-এর অ্যাকাউন্টে রয়েছে ৪.৩ কোটি টাকা রয়েছে।