দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে জ্বালানির দাম নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। অপরিশোধিত জ্বালানি তেল, বিমানের টারবাইনের জন্য প্রয়োজন হয় এমন জ্বালানি তেল ও ডিজেলের উপর থেকে উইন্ডফল ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উইন্ডফল ট্যাক্স প্রতি টনে ১২,২০০ টাকা থেকে কমানো হয়েছে। অপরিশোধিত পেট্রলিয়ামে ৯,০৫০ টাকা করা হয়েছে । ডিজেলে আগে প্রতি লিটার লেভি দিতে হত ৫.৫ টাকা। এই হার কমিয়ে প্রতি লিটার ৫ টাকা করা হয়েছে।
উইন্ডফল কর কেন্দ্রীয় সরকার প্রথমবারের জন্য ধার্য করে ২০২২ সালের ১ জুলাই থেকে। যে সকল অপরিশোধিত রেল স্থানীয়ভাবে প্রস্তুত হয় তার ওপর লাগু করা হয় এই উইন্ডফল কর। উইন্ডফল কর কমার ফলে জ্বালানির দাম কমবে কিনা এখন সেটাই আলোচনার বিষয়।