বড়ো অভিযোগ আজকের ভোটপর্ব নিয়ে

সকাল থেকেই চলেছে দুই কেন্দ্রে ভোটপর্ব। বিজেপিতে ভোট দিতে ভোটারদের প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনই অভিযোগ জানাচ্ছে বাহিনীর বিরুদ্ধে। আসানসোল দক্ষিণের ২৬১, ২৬২ এবং ২৬৩ বুথে ভোটারদের বিজেপিতে ভোট দিতে প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী। এই দাবি তুলেই সরব হয়েছে তারা। পাশাপাশি আসানসোল উত্তরের ৩৪ নম্বর বুথে ভোটারদের ফোন নিয়ে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেখানেও অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

আসানসোল সকাল থেকেই সবথেকে বেশি সরগরম। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বরাবনী নির্বাচনী এলাকার ১৭৭, ১৭৮ লম্বর বুথে এবং ১৭৫, ১৭৬ নম্বর বুথের কাছেও অগ্নিমিত্রার কনভয়ের ওপর আক্রমণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ওদিকে আবার অগ্নিমিত্রার দাবি, পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে কিন্তু পুলিশ কোনও রকম পদক্ষেপ নেয়নি। ঘটনা এখানেই শেষ নয়। তাঁর বিরুদ্ধে এবারেও বড় অভিযোগ এসেছেন শাসক দল তৃণমূল। তাদের দাবি, ২০ টি গাড়ির কনভয় নিয়ে ঘোরাঘুরি করছেন অগ্নিমিত্রা। ভোটারদের প্রভাবিত করতে এই ধরণের পন্থা, বলছে ঘাসফুল।