বড় দাবি, নিয়োগ দুর্নীতির অন্যতম মুখ্য চরিত্র কালীঘাটের কাকু

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি জেলবন্দি রয়েছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র।

গোয়েন্দাদের মতে নিয়োগ দুর্নীতির অন্যতম মুখ্য চরিত্র এই কালীঘাটের কাকু। খাস কালীঘাটে একেবারে তৃণমূলের দলীয় পার্টি অফিসে বসে চাকরি বিক্রির আখড়া বসাতেন সুজয়কৃষ্ণ। ইডির দাবি, প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে কালীঘাটের কাকুর ভালো সম্পর্ক ছিল।

ইডির কথায়, ইতিমধ্যেই চাকরি বিক্রির কথা স্বীকার করেছেন সুজয়। পাশাপাশি সুজয়ই তাদের জানিয়েছেন, তার সুপারিশেই গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পান মানিক। যদিও হতাশ করেননি দলকে। পলাশিপাড়া থেকে বিধানসভায় জয়লাভ করেন মানিক। পান বিধায়কের পদ।