আগামী বছরের মধ্যেই বড় উপহার পেতে চলেছে ভারত। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ভারতে তৈরি প্রথম সেমিকন্ডাক্টর চিপ আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে আসবে। তিনি আরও জানান এক বছরের মধ্যে দেশে চার-পাঁচটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে প্রথম “মেড ইন ইন্ডিয়া” চিপ ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে আসবে। গুজরাটের প্রস্তাবিত মাইক্রন সেমিকন্ডাক্টর প্ল্যান্টের জন্য জমি বরাদ্দ, প্ল্যান্ট ডিজাইনের কাজ সহ গুরুত্বপূর্ণ চুক্তিগুলি সম্পন্ন করা হয়েছে। মাইক্রনের প্রথম “মেড ইন ইন্ডিয়া” চিপ এখন থেকে প্রায় ছয়টি ত্রৈমাসিকের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।
কম্পিউটার চিপ প্রস্তুতকারী মাইক্রন গুজরাটে তার সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং প্ল্যান্ট স্থাপন করবে। যার উপর মোট ২.৭৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৫৪০ কোটি টাকা) বিনিয়োগ করা হবে। সেমিকন্ডাক্টর চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, এই প্ল্যান্টটি প্রায় ৫,০০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দেবে এবং ১৫,০০০ জন বেশ কয়েক বছর ধরে পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ পাবেন।