বড় ঘোষণা সরকারের

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন, কৃষকদের জন্য কৃষক বন্ধু সহ একাধিক স্কিম।

এবার এমনই একটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। বিগত কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার বহু কৃষক। আজ থেকে এই স্কিমের টাকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, কৃষকবন্ধু প্রকল্পে এবার রবি শস্যের জন্য রাজ্য আর্থিক সাহায্য প্রদান করবে। সেই কারণে ২৯৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে সাহায্য করা হবে।