বড় ঘোষণা কেন্দ্র রাজ্য তরফে। গত খারিফ মরশুমে যেসব চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার তারা পেতে চলেছেন শস্য বিমার টাকা। রাজ্যের প্রায় ১১ লক্ষ কৃষক এই বিমার টাকা পাবেন। বিমা বাবদ প্রায় ১০২ কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে, খারিফ মরশুমে যে সব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই টাকা।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বহু চাষি তাদের পাওনা টাকা পেয়ে গেছেন। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়তে শুরু করেছে শস্য বিমার টাকা। সূত্রের খবর, মোট ১১ লক্ষ কৃষক এই বিমার টাকা পাবেন।
জানা যাচ্ছে, এই প্রকল্পের বিমার প্রিমিয়াম দেয় রাজ্য সরকারই। গত ২০১৯ সালে এই বিমা প্রকল্প চালু করে রাজ্য সরকার। মূলত কৃষকদের জন্যই এই যোজনা চালু করা হয়। উল্লেখ্য, এই বিমার আওতায় প্রতিকূল আবহাওয়া থেকে শুরু করে বন্যপ্রাণীদের দ্বারা ফসল ক্ষতিগ্রস্ত হলে টাকা পাওয়া যাবে।