রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

বেসরকারি সংস্থার তরফে ওলা উবেরের মতো এবার প্রযুক্তির ছোঁয়া লাগলো বঙ্গের হলুদ ট্যাক্সিতে। এবার রাজ্যে চালু হল মোবাইল ফোনের মাধ্যমেই বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি। এতে যাত্রীরা যেমন হয়রানি থেকে বাঁচবেন তেমনই যাতায়াত ব্যবস্থাও হবে মসৃণ।

পরীক্ষামূলকভাবে ৪৬১ টি ট্যাক্সি নিয়ে চালু হবে এই অ্যাপ। আগামী ১৫ আগস্টের মধ্যে তা বেড়ে হবে ১০০০। শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের আনা হবে রাজ্য পরিবহণ দফতরের যাত্রী সাথী অ্যাপের আওতায়।

গাড়ি বুক করতে হলে চোখ রাখতে হবে স্মার্টফোনে। ‘যাত্রী সাথী’ অ্যাপ খুললেই দেখতে পাবেন ভাড়া। সেখান থেকেই বুক করতে পারবেন ট্যাক্সি। বুক করলেই লোকেশন ট্র্যাক করে আপনার কাছে চলে আসবে ট্যাক্সি‌। ইতিমধ্যেই প্লে স্টোর সহ একাধিক প্লাটফর্মে লঞ্চ হয়ে গিয়েছে এই নতুন YATRI SATHI অ্যাপ।