বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির জট এখনও খোলেনি।
তবে এরই মধ্যে খানিক স্বস্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের গৌতম পাল দিনক্ষণ ঘোষণা করেছেন। গত বছর থেকে নিয়মে এসেছে পরিবর্তন, কোন প্রার্থীরা প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন না।
কেবল মাত্র ডি.এল.এড-সহ প্রাথমিক শিক্ষক হওয়ার অন্য প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা, পাশাপাশি ডি.এল.এড প্রশিক্ষণরত প্রার্থীরাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদ জানিয়েছে গতবারের টেটে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা এ বছর নতুন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন।