পূর্ব ঘোষনা মতোই গতকাল অর্থাৎশুক্রবার রাতে শহর কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে তিনি আসলেও বিজেপির সদর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন তিনি। সেই বৈঠক থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু বার্তা দিয়েছেন অমিত শাহ বলে খবর। রাতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শাহ। বিজেপি সূত্রে খবর, ৩৫ মিনিট মতো এই বৈঠক হয়েছে সকলের মধ্যে।
জানা গিয়েছে, রাজ্যের প্রচুর বিজেপি সমর্থকের কথা বলেছেন তিনি এবং বঙ্গের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যে সকলের কাছে পৌঁছতে হবে। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে মজবুত করতে এবং একযোগে কাজ করতে হবে, এমন বার্তাও এসেছে তাঁর কাছ থেকে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের বিভিন্ন দুর্নীতির ইস্যু তুলে ধরেছেন শুভেন্দু-সুকান্তরা। তবে শাহ পাল্টা জানিয়েছেন যে, কেন্দ্র সব খবর রাখে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, আপাতত আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ততা বাড়াবে বিজেপি। আর তার আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
যদিও শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শহরে আসার মূল কারণ হল পূর্বাঞ্চল পরিষদের (ইস্টার্ন জোনাল কাউন্সিল) বৈঠক। গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বৈঠকে যোগ দেবেন বাংলা ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীরা।