বদল হল ডিএ মামলার বেঞ্চ

দীর্ঘদিন ধরে চলছে লড়াই, কিন্তু সুরাহা হয়নি এখনো৷ ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ গত বছর ডিসেম্বর মাসেই শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু, রাজ্যের ডিএ মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত৷ এর এক মাস পর সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা। মামলাটি গিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে।

আগামী সোমবার অর্থাৎ ১৬ জানুয়ারি এই মামলার শুনানি হবে। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। পরে তা পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। সেই সঙ্গে ডিএ মামলার শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চও গঠন করা হয়। সেখানে ছিলেন দুই বাঙালি বিচারপতি— বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। কিন্তু ওই দিনই ডিএ মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দত্ত৷ ফলে  শুনানি হয়নি।

গত বছর মে মাসে কলকাতা হাই কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তাদের যুক্তি ছিল, হাই কোর্টের সিদ্ধান্ত মেনে নিয়ে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা রাজ্য সরকারের পক্ষে বহন করা সম্ভব নয়৷