বাড়তে থাকা সংক্রমণের কারণে চিনা পর্যটকদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হওয়ায় হুঁশিয়ারি বেজিং সরকারের

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এতেই ভয় পেয়ে ভারত সহ একাধিক দেশ চিনা পর্যটকদের নিজেদের দেশে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে।

বেজিংয়ের তরফে চিনা পর্যটকদের ওপর বিধিনিষেধ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে জানান হয়েছে, কিছু দেশ শুধুমাত্র চিনা পর্যটকদের নিশানা করে প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে। এটা ঠিক নয়। তারা যদি নিজেদের সিদ্ধান্ত না বদলায় তাহলে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে। আসলে ভারত, আমেরিকা, ফ্রান্স, ইটালি সহ একাধিক দেশ চিনের বিরুদ্ধে নিয়ম জারি করেছে। নেগেটিভ হলেই প্রবেশ করতে পারবে চিনারা।

চিন দাবি করছে, বাকি দেশগুলি যে নিয়ম জারি করেছে তার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধুমাত্র তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও দেশই তাদের সিদ্ধান্ত বদল নিয়ে কোনও আলোচনা করেনি। অর্থাৎ নতুন বছর থেকে যে নিয়ম তারা বেঁধেছে তাই থাকছে। উল্লেখ্য, কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের থেকে ‘আসল’ কোভিড তথ্য চেয়েছিল। কারণ অভিযোগ উঠেছে, চিন নিজেদের করোনা তথ্য লুকিয়ে যাচ্ছে।